Thursday, April 17, 2014

মানি ট্রান্সফার সার্ভিস চালু করছে ফেসবুক ;

   
           সামাজিক মাধ্যম ফেসবুকের ব্যবহারকারীরা যাতে এর মাধ্যমে মানি ট্রান্সফার সুবিধা লাভ করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে ওয়েবসাইটটির কর্তৃপক্ষ। ফিন্যান্সিয়াল রিপোর্ট জানিয়েছে, ওই ব্যাংকিং সুবিধার আওতায় ফেসবুকের ইউজাররা তাদের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন এবং অন্যের সঙ্গে বিনিময়ও করতে পারবেন। ফেসবুক কতৃর্পক্ষ ইতিমধ্যেই আয়ারল্যান্ডের সেন্টাল ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে। এখন তারা ওই ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলেও জানা গেছে। যদিও আয়ারল্যান্ড সেন্ট্রাল ব্যাংক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এ ছাড়া লন্ডনভিত্তিক তিনটি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করেছে তারা। ওই তিনটি প্রতিষ্ঠান হলো, ট্রান্সফারওয়াইজ, মানি টেকনোলজিস এবং আজিমো। এ তিনটি প্রতিষ্ঠানই অনলাইন এবং মোবাইল মানি ট্রান্সফারে কাজ করে আসছে। ফেসবুকের নির্দিষ্ট পরিকল্পনা হলো ইলেকট্রনিক মানি সার্ভিস চালু করা।
উল্লেখ্য, অনলাইনে টাকা ট্রান্সফারের দিকে দিন দিন ঝুঁকছে মানুষ। গুগলও আগামী বছরে 'মানি ওয়ালট' নামে  টাকা ট্রান্সফার সুবিধা চালু করতে যাচ্ছে। 'পেপাল' নামের একটি কম্পানি ২০১৩ সালে ২৭ বিলিয়ন মার্কিন ডলার ট্রান্সফার করতে সক্ষম হয়েছে। ভোদেফোন রুমানিয়ায় গত মাসে অনুরূপ মোবাইল মানি এক্সচেঞ্জ চালু করেছে। তারা আফ্রিকাতেও ওই সার্ভিসের ব্যাপক সাড়া পেয়েছে। তারা এখন ওই সেবা পশ্চিম এবং সেন্টাল ইউরোপে চালু করতে যাচ্ছে। এ প্রসঙ্গে অ্যাপলের চিফ এক্সিকিউটিভ টিম কুক বলেন, "প্রতিষ্ঠানগুলোর মোবাইল পেমেন্ট সার্ভিস চালুর নেপথ্যে মূল অনুপ্রেরণা জুগিয়েছে আইফোন ফাইভ এস স্মার্ট ফোন। এই ফোনের ফিঙ্গার প্রিন্ট সেন্সর নিরাপদ বলেই এর মাধ্যমে মানুষ টাকা ট্রান্সফারে ভরসা পাচ্ছে।" - 

রাজীব বর্মণ ।

Thursday, April 10, 2014

আউটসোর্সিং কাজ পাওয়ার টিপস......

 ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ অনেকেই করছেন, আবার অনেকে নতুন করে শুরু করতে যাচ্ছেন। অনলাইনে সহজে আউটসোর্সিংয়ের কাজ পেতে কিছু কৌশল অবলম্বন করলেই চলে। নিচে সে রকম কিছু কৌশল দেওয়া হলো।
 
 অনেকেই যাঁরা চার-পাঁচটা কাজের (জব) জন্য আবেদন করেই জব (কাজ) পেয়ে যান। আবার কেউ কেউ ১০০টা আবেদন করেও জব পান না। এটা নির্ভর করে আপনি কত কম মূল্যে (রেটে) আবেদন করেছেন তার ওপর।
 যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না সেসব বায়ারের জবে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাক্টরকে (ফ্রিল্যান্সার) ভাড়া বা হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফায়েড থাকতে হয়।
 কোনো একটা জব পোস্ট করার পর যত তাড়াতাড়ি সেটিতে আবেদন করবেন ততই ভালো।
 আপনি যত বেশি সময় অনলাইনে (ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে) থাকবেন ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কিছু কিছু কাজ আছে, যেগুলো পোস্ট করার এক-দুই ঘণ্টার মধ্যেই সম্পন্ন করে জমা দিতে হয়। যেমন ফেসবুকে বা অন্য কোনো সাইটে ভোট দেওয়া এবং কিছু ভোট সংগ্রহ করে দেওয়া; আবার হঠাৎ করে কোনো ওয়েবসাইটে সমস্যা হয়েছে তা ঠিক করে দেওয়া ইত্যাদি। কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন। যাতে বায়ার আপনাকে কোনো বার্তা পাঠালে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিতে পারেন।
 মার্কেটপ্লেসগুলোতে দেখবেন প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে, সেগুলোতে আবেদন করুন। যেসব জবে কোনো কনট্রাক্টরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেসবে আবেদন না করাই ভালো। কারণ বায়ার যদি এদের মধ্য পছন্দের কনট্রাক্টর পেয়ে যায় তাহলে আর অন্য কনট্রাক্টরের প্রোফাইল চেক করে দেখবে না।
 যেসব জবে শর্ত দেওয়া আছে এবং সেগুলো যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আবেদন না করাই ভালো।
 যাঁরা ওডেস্কে দুই-তিনটা কাজ করেছেন, এখন বেশি মূল্য হারে আবেদন করতে চান, তাঁরা যে জবটিতে আবেদন করবেন সে জবের নিচে দেখুন বায়ারের আগের জবগুলোর তালিকা দেওয়া আছে। সেখানে যদি দেখেন বায়ার তাঁর আগের জবগুলোতে বেশি ডলার দিয়ে অন্য কনট্রাক্টরকে কাজ করিয়েছেন, তাহলে আবেদন করতে পারেন। আর যেসব বায়ার আগের জবগুলোতে বেশি ডলারে কাজ করায়নি, তাদের জবে বেশি রেটে আবেদন না করাই ভালো।
-----রাজীব বর্মণ -----

. ইল্যান্সে এগিয়ে চলেছে বাংলাদেশ

           বিশ্বের অন্যতম অনলাইন ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস ইল্যান্সে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সারদের সম্মিলিত আয় ১০০ কোটি ডলার অতিক্রম করেছে। ইল্যান্সের ওয়েবসাইটের ট্রেন্ডস পেজের তথ্য অনুযায়ী, বিশ্বের সকল ফ্রিল্যান্সার মিলে এই পর্যন্ত এই মার্কেটপ্লেস থেকে ইল্যান্স ডট কম থেকে আয় করেছে ১০৪ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আয় করেছেন প্রায় ৭৬ লাখ ডলার। আয়ের দিক থেকে ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৩তম অবস্থানে।
                               
বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং ক্ষেত্রে অগ্রগতি প্রসঙ্গে ইল্যান্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান জানিয়েছেন, উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। ২০১৩ সালেই নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেড়েছে। ২০১২ সালে যেখানে ১০ হাজার ৯৬১টি কাজে বাংলাদেশি ফ্রিল্যান্সার নিয়োগ পেয়েছিলেন, সেখানে ২০১৩ সালে এসে সেই সংখ্যাটি বেড়ে ২২ হাজার ৯৭ হয়েছিল। চলতি বছরেও এগিয়ে যাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা।
বাংলাদেশের ফ্রিল্যান্সারদের এই অগ্রগতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ইল্যান্স কর্তৃপক্ষ। বাংলাদেশ অনলাইন মার্কেটপ্লেসের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশ মার্কেটের জন্য ইল্যান্সের বেশ কিছু নতুন কার্যক্রম শুরু করেছে। নতুন কার্যক্রমের মধ্যে রয়েছে দেশে ইল্যান্সের অফিস স্থাপন এবং ইল্যান্স এক্সপার্ট চ্যাট সেবা।
ইল্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে ইল্যান্সের অফিস হওয়ায় ফ্রিল্যান্সাররা তাদের যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাবেন। ঢাকার ধানমন্ডিতে মমতাজ প্লাজায় চালু হয়েছে ইল্যান্সের নিজস্ব অফিস। এ ছাড়াও ইল্যান্স বাংলাদেশ পেজ থেকেও সাহায্য পাবেন ফ্রিল্যান্সাররা। বিভিন্ন কাজে দক্ষ ব্যক্তিদের মাঝে যোগাযোগ বাড়াতে ইল্যান্স এক্সপার্ট চ্যাট নামে একটি মাসিক আয়োজন করবে ইল্যান্স।
এ বছর ইল্যান্সের পরিকল্পনা প্রসঙ্গে সাইদুর মামুন খান জানিয়েছেন, গত বছরের মতো এ বছরেও উন্নতির ধারা বজায় রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে ইল্যান্স। পাশাপাশি দক্ষ ও পেশাদার ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করবে।
প্রসঙ্গত, ইল্যান্সে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় ৩১ লাখ। বাংলাদেশ থেকে এই সাইটটিতে কাজ করছেন প্রায় ৫৭ হাজার ফ্রিল্যান্সার।

Wednesday, April 2, 2014

সম্পূর্ণ নতুন একটি পিটিসি সাইট হতে আয় করুন! অন্য পিটিসি সাইটের সাথে মিলিয়ে নিন! ১০০% ট্রাস্টেড!!


অনেকেই বলবেন পিটিসি নিয়ে পোস্ট কি দরকার ছিল? হ্যা কথাটা ঠিকই। কিন্তু অনেকের কথা চিন্তা করে এই পোস্টটি করতে হচ্ছে। আসলে অনেকের মত আমিও পিটিসি পচ্চন্দ করিনা। কারন ১ম দিকে পিটিসিতে কাজ করতাম, অতপর ফিল্যান্সিং। তাছাড়া অনেকেই আছেন যারা পিটিসিতে কাজ করে নেটের বিল উসুল করেন। এর মধ্যে অনেকেই বলবেন ভাল পিটিসি কোনটি হ্যা ভাই এই নিয়ে পূর্বে পোস্ট করেছি। দুনিয়ার সবচেয়ে ভাল পিটিসি হল neobux.com এবং clixsense.com । এর পরে অনেক পিটিসি সাইট এসেছে কিন্তু বেশ কিছুদিন পরেই স্ক্যম হয়ে গেছে। তার পর আরেকটি বিষয় হল এখন যে সব পিটিসি সেখানে প্রায় ৫০-৬০ অ্যাডে ক্লিক করতে প্রায় ৩০ মিনিট ব্যয় হয়ে যায় যেমন- probux.com, Oojoo.com, nerdbux.com ইত্যাদি।
আজ আপনাদেরকে এমন একটি পিটিসি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব এবং আমি সিউর আপনাদের কাজ করতে ১০০% ভাল লাগবে। এই পিটিসি সাইটের নাম হচ্ছে..
Fusebux.com

এক নজরে এর সুবিধাবলী দেখে নিই:

ScreenShot007

১। এটি কোন স্ক্যাম সাইট নই ১০০% ট্রাস্টেড সাইট।
২। গত বছরের ডিমেস্বরে চালু হয়েছে। এখনো পেমেন্ট শুরু করেনি তাবে আগামী মাসে দেওয়া শুরু হবে। সাইটটির রিভিউ ও স্ক্যাম কিনা পরীক্ষা করতে এখানে ক্লিক করুন।
৩। অনেক সাইট ইন্টারফেস জটিল কিন্তু এটি অনেক সাধারন।
৪। এরা প্রতিদিন ১৫ টি অ্যাড দেয় প্রতিটি ০.৫ সেকেন্ড। টোটাল কাজ করতে ৪ মিনিটের বেশী সময় নেবেনা। সার্ভার অনেক ফাস্টেড। যেখানে অন্য পিটিসিতে কাজ করতে প্রায় ২০ মিনিটের বেশী সময় ব্যয় হয়।
৫। পেমেন্ট ৪ ডলার হলেই পেপাল, পেইজা, ইগোতে পাবেন।
৬। আনলিমিটেড ও রেন্টাল রেফারেলে আয় করতে পারবেন। এই জন্য যখন একাউন্ট খুলবেন তখন রেফারেল অনুসারে করতে হবে। তাহলে আয় বৃদ্ধি হবে বেশী। অন্যথায় পয়েন্ট কম পাবেন। যেমন: ২ দিন পূর্বে রেফারেল অনুসারে একাউন্ট করে আয় হয়েছে ০.১৪৫৬।
৭। আপনার যদি পেইজা একাউন্টে ডলার থাকে তাহলে সর্বনিম্ন ৫ ডলার ইনডোর্স করে রেন্টেড আয় বৃদ্ধি করতে পারবেন।
৮। যেহেতু সাইট নতুন, পিটিসি ইনভিটেগেশন অনুযায়ী রেটিং ভাল। সুতরাং এই মুহুর্তে এখানে একাউন্ট করা ভাল। কারন, ১ম দিকে যারা নিয়মে কাজ করবে তারা অবশ্যই টাকা পাবে। কেননা, কোম্পানীর প্রচার ও আস্থা বৃদ্ধি করতে হবে। তবে তারা যদি স্ক্যাম হবে তাহলে মনে করি ১/১.৫ বছরের পূর্বে হবেনা। ততদিনে হয়ত ২০-৩৫ ডলার আয় হবে।
৯। একাউন্ট করলে নিয়মিত কাজ করবেন। কারন এখানে তো সময় নষ্ট হবেনা। মাত্র ৪ মিনিট, নিজেই গ্যারান্টি, কাজ করছি নিজে। অন্য কোন লেখকের/ব্লগার মত একটুও বানিয়ে মিথ্যা বলছিনা। নিজেই দেখুন! যদি কাজ না হয় তাহলে কমেন্টে আমাকে গালি-গালাজ করেন!!

কিভাবে একাউন্ট করবেন ও কাজ করবেন?

1.  Fusebux   সাইটে কাজ করতে এখানে Fusebux.com   ক্লিক করুন।
ScreenShot005


২। সেখানে create an account এ- ইমেইল ঠিকানা, ইউজার নেম, পাসওয়ার্ড, ভেরীফিকেশন কোড পূরন করে রেজি: বাটনে ক্লিক করুন।
৩। এবার পাসওয়ার্ড ও ইউজার নেম দ্বারা লগইন করুন।
৪। এবার নিজেই কাজ করতে পারবেন। অ্যাডে ক্লিক করা অন্যদের মতই। তবে এখানে ক্যাপচা কিংবা ছবি পূরনের দরকার নাই। অ্যাডে ক্লিক করলেই ০.৫ সেকেন্ড অপেক্ষাতে পয়েন্ট কাউন্ট হয়ে যায়। মাত্র ৪ মিনিটেই কাজ শেষ।
৫। ব্যস এই ভাবে নিয়মিত কাজ করতে থাকুন ও বন্ধুদের রেফার করুন।

FACEBOOK , TWITTER , YOUTUBE থেকে আয় !


এই সাইট থেকে  মূলত আমরা Facebook / Twitter /Youtube দারা Point আয় করব । এই  Point Convert করে আমরা এটা   থেকে আমরা  টাকা বা $  আয় করতে  পারি ।
যাই হোক  আগে  Pament নিয়ে  কথা বলি । আমাদের  টাকা উঠাবার সহজ উপায় হল Payza , Paypal , okpay .

এখানে আমরা  Payza 5000 Point = $1

Paypal 5000 Point = $1
okpay 5000 Point = $1

তবে  একটির  বেশি  Account খুলেবন না কখনও ।

যদি  কারও ACCOUNT না থাকে তবে http://likesplanet.com/

লিংক থেকে করতে পারেন ।

আমার পেমে্নট  Proof আপনাদের মাঝে শেয়ার করলাম  http://prntscr.com/320s06

তবে একটি কথা বেশি আয় না হলেও নেট খরচের টাকাটা অন্তত উঠে আসবে। এটাইবা কম কিসের?

ছোট ছোট কাজ করে টাকা উপার্জন


আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেট এ ছোট ছোট কাজ করে কিছু টাকা উপার্জনের কিছু সাইট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হয়তবা অনেকেই এই সাইট গুলোর নাম আগে থেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন ।

microworkers.com:এই সাইটটি অনেক জনপ্রিয়। কাজ করার সাত দিনের মাঝে আপনার টাকা হয়ে যাবে। একাধিক একাউন্ট করা যাবে না। নয় ডলারের বেশি হলে পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে পারবেন.
shorttask.com : এই সাইটটি কার্যক্রম অনেক ভালো। একাধিক একাউন্ট করা যাবে না। দশ ডলারের বেশি হলে পেপাল দিয়ে টাকা তুলতে পারবেন।
minuteworkers.com: এই সাইটটি ভালো সাইট হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। রেফারেল দিলে পাচ সেন্ট পাবেন ও আপনার রেফারার যদি একটি কাজ সফলভাবে শেষ করেন তবে দশ সেন্ট পাবেন। দুই ডলারের বেশি হলে ১০% ফী দিয়ে টাকা তুলতে পারবেন। তবে দশ ডলারের বেশি হলে কোনো ফী দিতে হবে না। পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন।
microtoilers.com: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি হতে হবে। এরপর নয় ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন। (তবে এই সাইটটিতে আমি কখনো কাজ করিনি)
jobboy.com: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। দশ ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন।

Tuesday, April 1, 2014

WordPress এর জন্য SEO Tools & Plugins


অনেকেই আছেন যারা নতুন ব্লগ খুলেছেন এখন SEO করার জন্য Tools & Plugins খুঁজে পাচ্ছেন না। আপনাদের এই সমস্যার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য নিয়ে এলাম WordPress এর জন্য SEO Tools & Plugins এর কিছু কালেকশান। আশা করি এগুলো আপনাদের অনেকেরই কাজে লাগবে। তাহলে কথা না বাড়িয়ে কাজে চলুন…..

Site Map Generators

  1. google xml sitemap
  2. Image Sitemp
  3. Video Sitemap
  4. HTML sitemap
  5. Wp shopping cart xml sitemap

wordpress blog অপটিমাই্জ করা

  1. All in one seo pack
  2. SEO SLUG
  3. SEO friendly image

Link Optimization

  1. SEO Smart links
  2. No self Ping
  3. Redirection

wordpress blog এর স্পেড বাড়ানো

  1. WP super coache
  2. Hyper Cache

Miscellenous

  1. SEO data transporter
  2. Seo tools

ফ্রি হিসেবে থাকছে ২০টি ফ্রি  SEOsubmission website