Monday, March 17, 2014

নেট ব্যবহার করতে করতে হটাৎ করেই সংযোগ চলে যায়? এই সমস্যা থেকে মুক্তি!!!


সালাম সবাইকে, আসা করি সকলেই ভালো আছেন। আমাদের মাঝে যারা ডায়াল আপ অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করেন তাদের মাঝে মাঝে একটি বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়, আজকে একটি চমৎকার সমাধান এবং সহজেই করতে পারবেন এমন একটি পুরনো টিপস নতুন রুপে নিয়ে এসেছি সকলের জন্য।  নেট ব্যবহার করতে করতে হটাৎ করেই সংযোগ চলে যায় । তখন আবার কানেক্ট করার প্রয়োজন হয় যা যথেষ্ট বিরক্তিকর। আপনি রিকানেক্ট সফটওয়ারটি দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এটি ডিসকানেক্ট হওয়া সংযোগটিকে বারবার কানেক্ট করার রিকোয়েস্ট পাঠায়। রিকানেক্ট সফটউয়ারটি মাত্র ২০০ কেবি এবং পোর্টেবল

এখান থেকে রিকানেক্ট সফটওয়্যারটি ডাউনলোড করুন

পরে নিচের মত সেটিংস করে নিন ।

কাজ শেষ!!! উপভোগ করতে থাকুন ঝামেলাবিহীন ইন্টারনেট।